নিউজ ডেস্ক - সোমবার কলকাতা বিমানবন্দরে কলকাতা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর ৬ই ৬৫২৮ বিমানের এক বছর ৪৩-এর যাত্রী আচমকা বিনানবন্দরের মেঝেতে পরে যান।গেটে সিকিউরিটি চেকিং করে বিমানবন্দরে প্রবেশ করেন করার সময় ঘটনাটি ঘটে।এরপর খবর দেওয়া হয় বিমানবন্দরে নিযুক্ত মেডিক্যাল টিমকেও। তারাই প্রাথমিক চিকিৎসা করেন।
বিমানবন্দর সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, ওই যাত্রীর ভার্টিগো রয়েছে। ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরার সমস্যা। এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। ফলে শরীরের ভারসাম্য ব্যাহত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কানের ভিতরের থাকা সমস্যার কারণে ভার্টিগো হয়। সাধারণত পেরিফেরাল ভার্টিগোরই শিকার হন মানুষ। কানের সমস্যা থেকে হতে পারে। আবার ভেস্টিবুলার নার্ভও এই সমস্যার কারণ।তবে,এছারাও ওই বিমান যাত্রীর অন্য শারীরিক সমস্যাও ছিল। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর উড়ানের উপযুক্ত বলে জানান ডাক্তাররা।পরে তিনি তাঁর দুই সহযাত্রীর সঙ্গে হায়দরাবাদের বিমানে রওনা দেন।