KOLKATA METRO : মেট্রোর কাজ ঠিকমতো না করার অভিযোগে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের


নিউজ ডেস্ক - শুক্রবার সকাল থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভিতরে শুরু হল বিক্ষোভ। স্টেশনের ভিতরে মাটিতেই বসে পড়েন বেশ কয়েকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোর প্রবেশপথ দ্রুত বন্ধ করে দেওয়া হয়। ফলে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ ভেতরে আটকে থাকেন তারা। আর ওই বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন কাউন্সিলর বিশ্বরূপ দে।মেট্রোর কাজে গাফিলতির জন্য তাঁরা বিক্ষোভ দেখেছেন বলে জানান। বউবাজারে মেট্রোর কাজ ঘিরে উঠেছে বিভিন্ন ধরনের অভিযোগ। বউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় ফের দেখা গিয়েছে‘ওয়াটার লিকেজ'। ফলে বিপাকে পড়েছেন বাসিন্দারা।এর আগে মেট্রোর কাজ করার  জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল বাসিন্দাদের। গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত নোটিস দেওয়া হয়ে ছিল তাঁদের অন্যত্র থাকার জন্য। কিন্তু ২ তারিখেই তাঁদের ঠিকানায় ফেরানো হয়। বাসিন্দাদের বক্তব্য, এত দ্রুত হোটেল থেকে ফিরিয়ে নিয়ে আসার কারণটা কি?

বিশ্বরূপ দে বিশ্বরূপ দে বলেন, “দীর্ঘ ৫ বছর ধরে চলছে ভোগান্তি। আমি কনফিউজড। ২০১৯ সাল থেকে এই নিয়ে ৪টে ডিজাস্টার হল। হোটেল আর বাড়ি করতে হচ্ছে বাসিন্দাদের। এর শেষ কোথায়? আমাকেও তো জনপ্রতিনিধি হিসেবে জবাব দিতে হবে। এরা কোথায় যাবে?” এরপর পুলিশকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরিষেবা স্বাভাবিক করে তলা হয়ে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন