KOLKATA METRO : পুজোতে চতুর্থী থেকে একাদশী অবধি ঠাকুর দেখতে বেরতে হলে আগে জেনেনিন মেট্রোর সময়সূচী

 


নিউজ ডেস্ক - পুজো শুরু হতে আর কয়েকদিনের অপেক্ষা । পুজোর এই কটা দিন প্রতিটি বাঙালি নিজেদের সমস্ত চিন্তা ভুলে গিয়ে মন খুলে আনন্দ করেন। আর সেই আনন্দের মাঝেই থাকে প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখা । আর পুজোতে চতুর্থী থেকে একাদশী অবধি মেট্রোর নতুন সময়সূচী। এক নজরে দেখা যাক -

আগামী ৭ অক্টোবর চতুর্থীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। সকাল ৬:৫০ মিনিট থেকে মেট্রো চলা শুরু করবে এবং শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে।তবে বর্তমানে যে সময়ের গ্যাপে মেট্রো চলে সেদিনও তেমনই চলবে বলে। ওই দিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ১০৬টি মেট্রো রেক চলবে। যা চালু হবে সকাল ৬:৫৫ মিনিটে। শেষ হবে ৯:৪০ মিনিটে।

চতুর্থী , পঞ্চমী ও ষষ্টির দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুট মোট ১১৮টি রেক চলবে।এই মেট্রো সকাল ৭টা থেকে রাত ৯.৪৫ মিনিট পর্যন্ত ১২ থেকে ১৫ মিনিটের গ্যাপে চলবে । জোকা থেকে হাওড়া মাঝের হাট রুট মোট ১৮টি রেক চলবে। যা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত। এটি ৫০ মিনিট অন্তর চলবে মেট্রো। কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে মোট ৭৪টি রেক চলবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। 

এরপর সপ্তমী, অষ্টমি এবং নবমী কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি রেক চলবে।এটি দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় অন্তর চলবে । সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ৬৪টি রেক  দুপুর ১টা থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ১১৮টি রেক  দুপুর ১:৩০ মিনিট থেকে রাত ১:৪৫ মিনিট পর্যন্ত ১২-১৫ মিনিট অন্তর চলবে ।তবে জোকা থেকে হাওড়া মাঝের হাট রুটে এবং কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে কোনও মেট্রো চলবে না। 

আবার দশমীর দিন ১২ অক্টোবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৭৪টি রেক  দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ৪৮টি রেক দুপুর ২টো থেকে রাত ৯:৪৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুট মোট ৮২টি রেক চলবে।কিন্তু জোকা থেকে হাওড়া মাঝের হাট, কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে কোনও মেট্রো চলবে না।

অবশেষে একাদশীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৩০টি রেক  দুপুর ৯টা থেকে রাত ৯:৪০মিনিট পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে কোনও মেট্রো চলবে না। এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ৪৬টি রেক চলবে।



Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন