KOLKATA POLICE : পুলিশকে জুতো মারার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী শম্পা অধিকারিকে পেশ করা হল চুঁচুড়া আদালতে


 নিউজ ডেস্ক - পুলিশকে জুতো ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার হুগলির শ্রীরামপুরের শম্পা  অধিকারীকে বিজেপি নেত্রী।আর তাঁকে নিয়ে মহিলা থানায় উপস্থিত হয় বিজেপি নেতৃত্ব। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন,"সেদিন অনেকেই বিক্ষোভে ছিল। তাহলে পম্পাকে কেন গ্রেফতার করা হল। আমরা আইনি লড়াই লড়ব।” বিজেপি দাবি করছে যে, শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ প্রতিবাদ চলছিল।কিন্তু অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।   অপরদিকে পুলিশ সূত্রে খবর,পুলিশের কাজে বাধা,বেআইনি জমায়েত,বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ নিয়ে জরো হওয়ার সাথে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত নেত্রীকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

প্রসঙ্গ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর বিজেপি জেলা শাসক অভিযানের ডাক দিয়েছিল।সেই রকমই হুগলি জেলা শাসক দফতর ঘেরাও করতে যৌথ ভাবে অভিযান করে হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা কর্মীরা। মিছিল করে ঘড়ির মোড়ে উপস্থিত হলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাঁদের। ব্যারিকেডের মাধ্যমে আটকে দেওয়া হয় সেই বিক্ষোভ মিছিল। সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। ব্যারিকেড ভাঙতে না পারায় পুলিশি বাধার মুখে পড়লে  দেখা যায় তিনি জুতো হাতে তুলে পুলিশকে দেখাছেন। আর তারপরই সেই জুতো পুলিশের ভিড়ে ছুঁড়ে মারেন। তিনি বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পদে রয়েছেন এবং রিষড়া তিন নম্বর জল ট্যাঙ্ক এলাকায় বাড়ি বিজেপি নেত্রীর। তাঁর স্বামী বলাই অধিকারী জানান,”আজ ভোরে পুলিশের তিনটে গাড়ি আসে। প্রচুর পুলিশ গিয়ে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে জানতে পারেন চুঁচুড়া মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন