নিউজ ডেস্ক : রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে কলকাতা ও তার আশেপাশের এলাকায় রীতিমতো দুর্যোগের চেহারা নিয়েছে। আর সেই বৃষ্টি নিয়েই প্রতিবাদ চলছে কলকাতার রাজপথে । একদিকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে অন্যদিকে, বামেরা লালবাজারের সামনে বিক্ষোপ দেখাচ্ছে। তবে এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই চলছে অবস্থান। শুক্রবার দুপুর থেকে লালবাজারের সামনে অবস্থানে রয়েছেন বামেরা। গতকাল থেকে শুরু হয়েছে এই অবস্থান যা চলবে শনিবার বিকেল পর্যন্ত।
আজ বিকেলে ওই অবস্থান মঞ্চেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল যাবে বউবাজার পর্যন্ত। অবস্থানরত একজন জানান, “শুধু কলকাতা নয়, গোটা পৃথিবীর মানুষ মর্মাহত। আরজি কর-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের যে ব্যবস্থা করা হয়েছিল, তাতে সহায়কের ভূমিকা পালন করেছিল কলকাতা পুলিশ। সেমিনার হলের পাশে বাথরুম ভাঙা আটকাতে পারেনি তারা। ১৪ অগস্ট হাসপাতালে ঢুকে তাণ্ডব চালানো হল। বারে বারে ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ।”