নিউজ ডেস্ক - রবিবার বিকালে নিউটাউন ডিবি ব্লকে বহুতলের ছাদ থেকে বহুতলের মূল গেটের সামনে পড়ে মৃত্যু হল ৮০ বছর বয়সী এক বৃদ্ধের। এরপর আবাসিকরা দেহটি দেখতে পেয়ে টেকনোসিটি থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।জানা যাচ্ছে, জয়দেব সাধুখাঁ নামে ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বেশ কয়েকদিন আগেই এক দুর্ঘটনায় হাতে আঘাত লাগে। যার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দেয়। সামনেই অপারেশন হওয়ার কথা ছিল তার।আর তার জন্য টাকারও প্রয়োজন। আর সেইসব নিয়েই চিন্তায় ছিলেন বলে তিনি।
আবাসনের কেয়ারটেকার বলেন, “চারতলায় থাকতেন ওই ব্যক্তি। নিজে বিয়ে করেননি, ভাইয়ের পরিবারের সঙ্গে থাকতেন। ওনার বয়সও অনেকটাই। কিছুদিন আগে দুর্ঘটনার শিকার হন। হাতে আঘাত লাগে। অপারেশন করতে হবে শুনে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। এরমধ্যে আজ বিকালে ছাদে গিয়েছিলেন। তারপর শুনলাম পড়ে গিয়েছেন। পুলিশ এসে দেহ নিয়ে গেল।”
তবে তার মৃত্যু পড়ে গিয়ে হয়েছে নাকি তিনি নিজেই ঝাঁপ দিয়েছেন, সেই বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ সামনে আসবে।