নিউজ ডেস্ক - এই বছরের পুজোতে ট্রাম পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত পরিবহনমন্ত্রীর। সোমবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ট্রামে পুজো-পরিক্রমা বন্ধের ঘোষণা করতে গিয়ে কলকাতার ট্রামের দেড়শো বছরের ইতিহাসে দাঁড়ি ঘোষণা করে দিলেন। তিনি বলেন, "ট্রামকে স্মারক হিসেবে রাখা হবে। চলবে গড়ের মাঠে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত। ওই ট্রাম খিদিরপুর পর্যন্তও নিয়ে যাওয়া হবে না।"
উম্পুনের পর থেকেই শহরে ট্রাম-পরিষেবা প্রায় বন্ধ হয়ে আসছে। মাঝেমধ্যে অনিয়মিত ভাবে দু’টি রুটে ট্রাম চালানো হত। যানজটের আশঙ্কা করে পুলিশের আপত্তিতে প্রাচীন পরিবেশবান্ধব গণযান ট্রামের পরিষেবা এক রকম শিকেয় তোলা হয়েছে। পরিবহনমন্ত্রী জানালেন, "ভবিষ্যতেও ট্রাম না ফেরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য সরকার। শহরে ট্রাম চলাচল সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানি রয়েছে। আদালতেও এই সিদ্ধান্ত জানানো হবে।"
গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র কলকাতাতেই চলত ট্রাম। তবে তা-ও চিরতরে বন্ধ হচ্ছে। মন্ত্রীর বক্তব্য, "এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ হিসেবে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলা হবে। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। যানজট হচ্ছে। ট্রাম চালানো অসম্ভব। হাইকোর্টে মামলায় কোর্ট জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত জানাব।"