নিউজ ডেস্ক : এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে একটানা ২২ ঘণ্টা বিবি গাঙ্গুলি স্ট্রিট দখল করে আন্দোল করেন চিকিৎসকরা। কেউ বা গানের মাধ্যমে আবার কেউ স্লোগানের মাধ্যমে। তবে সবার দাবি এক। কিভাবে তাঁদের নিরাপত্তা আরো বাড়ানো যাবে। আর সেই আন্দোলনকে মান্যতা দিয়ে ২২ ঘণ্টা পর ২২ জন ডাক্তারকে মঙ্গলবার তৃতীয়বার বৈঠক করে লালবাজার থানার পুলিশ।
এদিন আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক জানান, “আমরা পুলিশকে অনুরোধ করেছি সামনের যে ব্যারিকেড আছে তা তুলে দিন। তারপর যাব। আমরা এও বলেছি, এরপর যেন কোনও ব্যারিকেড যেন না থাকে। আমরা মানব বন্ধনী তৈরি করছি। আমরা কথা দিয়েছি এই মিছিল থেকে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না।” অন্য জুনিয়র ডাক্তারদের দাবি, “আমাদের দাবি যে কতটা ন্যায্য ছিল আজ ব্যারিকেড খোলা তারই প্রমাণ। ওঁদের শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে ভাল লাগছে। কাল থেকে যেভাবে পুলিশ আমাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করল, এত বড় বড় ব্যারিকেড লাগাল, আজ যখন সেটা খুলছে প্রমাণ হচ্ছে আমাদের কালকের দাবি কতটা ন্যায্য ছিল।”