LIVE STREAMING NABANNA : নবান্নে লাইভ স্ট্রিমিং কেন করা হয়নি তার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


নিউজ ডেস্ক : এদিন লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে মিটিং ক্যান্সেল করেছিল জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং না হওয়ায় নবান্ন সভাঘরে বাইরেই বসে ছিলেন তাঁরা। এ বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ''আমরা ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করছি। ডাক্তার ভাইবোনেদের যাঁরা এসেছেন এখানে, আসতে বলা হয়েছিল, তাঁদের শুভবুদ্ধির উদয় হবে এবং তাঁরা আসবেন বৈঠকে। এই বৈঠকটা কিন্তু আমার চিঠি দিয়েছিলাম প্রথমে। ওনারা জবাবে আসবেন বলেছিলেন। সেজন্যই বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। আমার সঙ্গে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ ছিলেন, স্বরাষ্ট্রসচিব নন্দিনী ছিল, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজীব কুমার, ডিজি ছিলেন।" তিনি যোগ করেন, "এর আগেও দু'দিন আমরা অপেক্ষা করেছিলাম ২ ঘণ্টা করে। ভেবেছিলাম, হয়তো আসবে, আসতে পারেনি। আমাদের কাজ হচ্ছে, তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া হয়। ক্ষমা করে দিয়েছি।"

মুখ্যমন্ত্রীর দাবি, "ওরা যেটা বলছে, ঠিকই বলছে। একবার ওদের নিয়ে লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন সুপ্রিম কোর্টের কাছে বা সিবিআইয়ের কাছে কেসটা ছিল না। সেটা অন্য ঘটনা ছিল। আমরা রেকর্ডিং করার ব্যবস্থা করেছিলাম। সেটা চিঠি লিখে দিয়েছিলাম। বৈঠক যখন হবে, সবটাই রেকর্ডিং হবে। আমরা তিনটে ভিডিয়ো ক্যামেরা রেখে দিয়েছিলাম। তারা যদি চাইত, শেয়ার করতেও পারতাম। সুপ্রিম কোর্টে নির্দেশে লাইভ স্ট্রিমিং করা যায় না।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন