MAMATA BANERJEE:রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


নিউজ ডেস্ক - কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে না জানিয়েই ডিসিসি থেকে জল ছাড়া হয়েছে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ হুগলির পুরশুড়া ব্লকে গিয়ে তিনি বলেন, "কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। " এইদিন দুপুরে পুরশুড়ার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্র ও ডিভিসি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। 

মুখ্যমন্ত্রী বলেন, "সাড়ে তিন লাখ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এত জল এর আগে ছাড়া হয়নি। যখন ৭০-৮০ শতাংশ পানি ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি? কেন্দ্র ড্রেনেজ করে না। নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে। আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে? পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে।’

  আগস্টে প্লাবন পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, "এখনই আমি ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বললাম। বন্যা পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কথা বলেছি। তেনুঘাট থেকে আচমকা বিপুল জল ছাড়া নিয়ে আমি আলোচনা করেছি। এর জেরে বাংলা ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে। আমি তাকে বলেছি, ঝাড়খণ্ডের জল ছাড়ার ফলে বাংলা প্লাবিত হচ্ছে আর এটা ম্যান মেড। আমি এই ব্যাপারটি দয়া করে দেখার জন্য বলেছি। "

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন