নিউজ ডেস্ক - উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় নেমেছে ধস। আর সূত্রের খবর, উত্তরবঙ্গের অবস্থা খতিয়ে দেখার জন্য রবিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।সেখানে গিয়ে দার্জিলিং জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন।জানা গিয়েছে, রবিবার বিকেলে উত্তরবঙ্গের বাগডোগরায় পৌঁছবেন মমতা। দার্জিলিং, কালিম্পঙে প্রবল বৃষ্টির কারণে বহু এলাকায় ধস নেমেছে। আর এলাকায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত। সেইসব পর্যবেক্ষণ করে দেখবেন তিনি।
সূত্রের খবর, বাগডোগরা বিমান বন্দরে নেমে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি। সেখানেই রাজ্যের অতিথি নিবাসে তিনি থাকবেন। কিন্তু জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও চূড়ান্ত সূচি পাওয়া না গেলেও মুখ্যমন্ত্রী আসতে পারেন তা মনে করেই প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু করা হচ্ছে।তবে, মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে কলকাতায় কবে ফিরবেন, জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছেন, সোমবার দুপুরে ফিরতে পারেন। কারণ ওইদিন বিকেল সাড়ে ৪ টের সময় ক্যাবিনেট বৈঠক রয়েছে।