MAMTA BANARJEE:আপনাদের বিরুদ্ধে আমি কোনও ব্যবস্থা নেব না, আমি মুখ্যমন্ত্রী নই....; মমতা বন্দ্যোপাধ্যায়

 



নিউজ ডেস্ক - আগে থেকে কোনো আগামবার্তা না দিয়েই আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে যেতেই আন্দোলনের মঞ্চ স্লোগানে মুখর  হয়ে উঠলে,কার্যত অনুরোধ করেন চিকিৎসকদের শান্ত করেন তিনি। আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার কথা না জানালেও, খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি । একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেন।আর এরই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানি আছে।

আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার কথা বলার সত্ত্বেও আন্দোলনরত চিকিৎসকরা নিজেদের অবস্থান থেকে সরেননি। তাই নবান্নের তরফেও তাঁদের কাজে ফেরার কথা বলা হয়েছে।আর এবার আন্দোলন মঞ্চে গিয়ে মমতা চিকিৎসকদের উদ্দেশে বলেন, “মনে রাখবেন সুপ্রিম কোর্টে কেস চলছে। ১৭ তারিখে ডেট আছে। আমি চাই না আপনাদের কোনও ক্ষতি হোক।”

 কাজে যোগ না দেওয়া সত্ত্বেও যে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় সেই যুক্তিও থাকবে রাজ্য সরকারের হাতে।আর এরপর, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মঞ্চে গিয়ে  বলেন, এটাই তাঁর শেষ চেষ্টা হতে চলেছে। এরপরই যাওয়ার সময় মমতা মনে করিয়ে দেন সুপ্রিম শুনানির কথা।

তবে ,এর আগে মুখ্যসচিবের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, চিকিৎসকরা কাজে না ফিরলে কী ব্যবস্থা নেওয়া হবে? মুখ্যসচিব মনোজ পন্থ  তার কোনও উত্তর না দিলেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আশ্বাস দিয়ে বলেন, “আপনাদের বিরুদ্ধে আমি কোনও ব্যবস্থা নেব না। আমি মুখ্যমন্ত্রী নই। আমি দিদি হিসেবে এসেছি। আমি চাইনা আপনাদের কোনও ক্ষতি হোক। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, জোর করতে পারি না।”


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন