MID -DAY -MEAL : মিডে মিলের খাবার থেকে উদ্ধার ব্যাং , নজরে আসতেই বন্ধ করে দেওয়া হয় পরিবেশন



নিউজ ডেস্ক - গতকাল দুপুরে রাজস্থানের চিতোরগড়ের গিলুন্ড প্রাথমিক স্কুলে যখন শিশুদের মিড ডে মিল পরিবেশন করা হচ্ছিল, তখন হঠাৎই এক কর্মীর দেখতে পান যে খাবারে একটা কালো রঙের কিছু আছে।এরপর হাতা দিয়ে ঘাটাঘাটি করতেই দেখতে পান, খাবারের মধ্যে মিশে আছে একটা মস্ত ব্যাঙ।নজরে আসা মাত্রই সঙ্গে সঙ্গে খাবার পরিবেশন করা বন্ধ করে দেওয়া হয়।আর সাথে সাথে শিশুদের খাবার খেতে বারণ করা হয়, কারণ ব্যাঙের বিষক্রিয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা ছিল।

জানা যাচ্ছে, স্কুলের মিড ডে মিলের দায়িত্বে ছিল অক্ষয় পাত্র ফাউন্ডেশন নামক একটি সংস্থা। শুধুমাত্র ওই স্কুলটিতেই নয়, চিতোরগড়ের  আরও পাঁচটি স্কুলে খাবার সরবরাহ করত ওই সংস্থা। প্রায় ৩০০ শিশুর খাবারের দায়িত্ব ছিল তাঁদের উপর। ওইদিন একটি স্কুলের মিড ডে মিলের খাবারে ব্যাঙ উদ্ধার হতেই বাকি পাঁচটি স্কুলেও খাবার পরিবেশন করতে বারণ করা হয়। পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয় বাড়িতে খাওয়ার জন্য। ওই ফাউন্ডেশন খবর পেয়ে দ্রুত ফল পাঠায় পড়ুয়াদের খাওয়ার জন্য।

এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রাজেন্দ্র শর্মা বলেন যে, খাবারে ব্যাঙ পাওয়া যেতেই আর শিশুদের খাবার দেওয়া হয়নি।আর যে ফাউন্ডেশন দায়িত্বে ছিল, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।এরসাথে মিড ডে মিল যেখানে রান্না হয়, সেই রান্নাঘরও পরীক্ষা করা হচ্ছে। কোথা থেকে খাবারে ব্যাঙ এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন