নিউজ ডেস্ক - দাদাসাহেব ফালকে পুরস্কারের বিজয়ীদের তালিকায় রয়েছে অনেক সেরা তারকাদের নাম। আর সেই তালিকায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম জুড়তে চলেছে। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “মিঠুনদার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি দাদাসাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এ বছর শ্রী মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলতি বছরের ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি।”
তবে , এই খবর ঘোষণার পর এখনও পর্যন্ত অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই দিন কলকাতা শহরেই ছবির শুটিং করছেন তিনি। খবরটি ঘোষণা হওয়ার পর থেকেই ছবির সেটে উচ্ছ্বাস। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অনেকেই তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। ১৯৭৬ সাল থেকে তিনি তার অভিনয় জগতের যাত্রা শুরু করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন তিনি।
মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে অভিনয়ের জগতে তার হাতেখড়ি হয়। আর সেই প্রথম ছবিতেই তিনি পান সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাঁকে। তার পর গত ৪৮ বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দিত করছেন।আগামী ৮ অক্টোবর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে পুরস্কৃত করা হবে তাকে।