MUMBAI : মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি


নিউজ ডেস্ক - বাংলার মতো ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে । ফলে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। যার জেরে সৃষ্টি হচ্ছে যানজট। আর একাধিক বিমানের যাত্রাপথেরও বদল ঘটানো হয়েছে। ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত করেছে বৃহন্মুম্বই পুরনিগম।বুধবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু করেছে মুম্বইয়ে । ফলে জল জমতে শুরু করে রাস্তায় যার জেরে  যান চলাচলের গতি কমে যায়। 

অপরদিকে, ভারী বৃষ্টির জেরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। স্পাইসজেট ও ভিস্তারা তাদের একাধিক ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করেছে। ভিস্তারার একটি বিমান হায়দরাবাদ থেকে মুম্বই আসার কথা ছিল। কিন্তু, ভারী বৃষ্টির জন্য মুম্বই বিমানবন্দরে অবতরণ করানো যায়নি। আর বিমানটিকে ফের হায়দরাবাদে পাঠানো হয়। আবার দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানকে হায়দরাবাদে অবতরণের নির্দেশ দিতে হয়।এক্স হ্যান্ডলে স্পাইসজেট জানায়," মুম্বইয়ে খারাপ আবহাওয়ার জন্য সমস্ত ফ্লাইট চলাচল ব্যাহত হতে পারে। যাত্রীকে বিমানের স্ট্যাটাস খতিয়ে দেখতে বলা হয়েছে।"

আকাশপথে সাথে সাথে ভারী বৃষ্টিতে দুর্যোগের মুখোমুখি রেলপথ ও। জলমগ্ন হয়ে পড়েছে রেলপথ ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।আবহাওয়া দফতর মুম্বই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলতে থাকার কারণে বৃহন্মুম্বই পুরনিগম বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তারা সাধারণ মানুষকে আবেদন জানিয়েছে, প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হন। আবার,আন্ধেরিতে খোলা ম্যানহোলে পড়ে এক মহিলার মৃত্যু হয়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন