নিউজ ডেস্ক- দিল্লিতে সদ্যোজাত কন্যাসন্তানকেই স্তন্যপান করানোর সময় শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার মা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পশ্চিম দিল্লির খয়ালা পুলিশ স্টেশনে আসা একটি ফোনে ৬ দিনের এক কন্যাসন্তানকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কন্যাসন্তানের মাকে জিজ্ঞাসাবাদ করলে বছর আঠাশের ওই মহিলা জানান, সন্তানের জন্মের পর গত বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া এবং বাপের বাড়ি যান। তিনি প্রথমে দাবি করেন যে, বৃহস্পতিবার রাতে সদ্যোজাতকে মাতৃদুগ্ধ পান করিয়ে ঘুমিয়ে পড়েন।কিন্তু সকালে উঠে পাশে কন্যাসন্তানকে দেখতে পাননি।
এরপর মহিলার বক্তব্য শুনে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি শুরু করেন।কিন্তু পুলিশ জানায়, যখন সদ্যোজাতর খোঁজ চলছিল,তখন ওই মহিলা জানান, সেলাই কাটার জন্য তাঁকে হাসপাতালে যেতে হবে। এইরকম পরিস্থিতিতে তাঁর কথা শুনে পুলিশকর্মীরা হতভম্ব গেলেও তাঁকে যেতে দেন।তল্লাশির সময় পাশের বাড়ির ছাদ থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। আর তার মধ্যেই ছিল সদ্যোজাত। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা কন্যাসন্তানকে মৃত ঘোষণা করেন। এরপরই ওই কন্যাসন্তানের মায়ের ব্যবহার সন্দেহজনক লাগলে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই কান্নায় ভেঙে পড়ে সন্তানকে শ্বাসরোধ করে খুন করার কথা স্বীকার করেন। মহিলা আরও জানান, তাঁর চার সন্তানই কন্যা। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।