Murder: কথা কাটাকাটির মধ্যে ভগ্নিপতিকে ছুরির কোপ , মৃত্যু ভগ্নিপতির

 


নিউজ ডেস্ক - রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার নহাটা এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরি নিয়ে ভগ্নিপতির উপর হামলা করে খুনের অভিযোগে অভিযুক্ত ১ জন। মৃতের নাম শুভদীপ সাহা । জানা যাচ্ছে, নহাটার বাসিন্দ শিবনাথ বিশ্বাসের মেয়ে জ্যোতি সাহা বাপের বাড়িতে ছিলেন। আর সেইসময়ে তাঁর ভাই সুমন বিশ্বাস তাঁকে জানালেন যে, ভগ্নিপতি তাঁর সম্পর্কে খারাপ কথা বলেছেন। এর পর ওই দিন সন্ধ্যায় জ্যোতি তাঁর স্বামী শুভদীপকে ফোন করে বাপের বাড়িতে ডাকেন। স্ত্রীর ফোন পেয়ে শুভদীপ শ্বশুরবাড়িতে এলে  তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সুমন বিশ্বাসের। আর ঠিক সেই সময় ছুরি দিয়ে শুভদীপকে সুমন আঘাত করে।এরপর গুরুতর আহত অবস্থায় শুভদীপকে উদ্বধআর করে নগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের শ্বশুর শিবনাথ বিশ্বাস বলেন, “আমার ছেলে সুমন জামাইয়ের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে ফলকাটা ছুরি দিয়ে তার উপরে আক্রমণ করে। আমার সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আমি ছেলের শাস্তি চাই।”

মৃত শুভদীপ সাহার স্ত্রী জ্যোতি সাহা বলেন, “আমার দাদা আমার স্বামীকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করেছে। আমি ওর শাস্তি চাই।” ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন