নিউজ ডেস্ক - আরজি করের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।এর সাথেই তাঁদের নিয়ে উঠচ্ছে বিভিন্ন অভিযোগ। কিন্তু সেই অভিযোগের মাঝে জলপাইগুড়ির পুলিশসুপার উমেশ খান্ডবহালকে দেখা গেল অন্য রূপে।তাঁর কাছে লালবাতির গাড়ি , উর্দি ছিল না গতকালের রাতে। সাইকেল চালিয়ে রাতের নিরাপত্তার দায়িত্ব ভার নিয়েছেন পুলিশ সুপার। তিনি জানাচ্ছেন যে, গাড়িতে অনেক কিছু নজরে আসে না তাই সাইকেলে পথ পরিক্রমা করছেন।
জলপাইগুড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায়ই বিভিন্ন প্রশ্ন ওঠে। আর বিশেষ করে আরজি করের ঘটনার পর থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল।তাই কোথায় কোনও খামতি আছে কিনা,তা নিজে চোখে সেসব ঘুরে দেখলেন পুলিশ সুপার। উমেশ খান্ডবহাল বলেন, “আমাদের নাইট পেট্রলিং চলেই। তবে সাইকেলে বেরোলে রাস্তাঘাট আরও ভালভাবে নজরে আনা যায়। আমাদের পুলিশ টিম তো রোজই বেরোয়। আজ আমিও টিমের সঙ্গে বেরিয়ে দেখলাম কোথায় কীভাবে পেট্রলিং চলে। দেখলাম কোথায় কেমন আলো আছে, কীরকম নিরাপত্তা। হাসপাতাল, মার্কেটে আমাদের টিমও থাকে। রাতের রাস্তাঘাট কেমন তা বুঝতেই বেরোলাম।”
Tags
WEST BENGAL