নিউজ ডেস্ক - সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার, এবং চিকিৎসকদের বৃহত্তম সংগঠন আইএমএ-সহ দেশের বিভিন্ন মহল থেকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধে বারবার প্রত্যাখ্যাত হয়। আর সেই কর্মবিরতির জেরে মৃত্যু হল ২৮ বছরের এক যুবককে।
শুক্রবার ভোরবেলা ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয় ওই এক যুবক। তাকে আর জি করে নিয়ে আসা হলে বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাঁর। আর এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে অসংখ্য- অসহায় মানুষরা প্রশ্ন তুলছেন।জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরত আসার দাবি জানাচ্ছেন। অসহায়-অসুস্থদের প্রাণ বাঁচান। কিন্তু অসহায় মানুষের অনুরোধ রাজ্যের জুনিয়র ডাক্তাররা শুনবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ চিকিৎসা না পেয়ে রোগী ফিরে যাওয়ার ঘটনা প্রায় রোজ ঘটছে।
জানা যাচ্ছে , কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের রাজীব গান্ধী রোডে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন বিক্রম ভট্টাচার্য নামে ওই যুবক। দুর্ঘটনায় তাঁর দুটি পা গুরুতরভাবে জখম হয়। তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে আর জি করে রেফার করা হয়। তবে , অভিযোগ যে প্রায় তিন ঘণ্টা বিনা চিকিৎসায় থাকায় রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় যুবকের। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আরজি করের জুনিয়র ও ইন্টার্নদের দায় করা হয় ।