নিউজ ডেস্ক - রিল বানানোর জন্য আজকালকার ছেলেমেয়েরা কতকিছুই না করে। আর সেই রকমই রিল বানাতে গিয়ে প্রাণ হারাল এক যুবক।তেলঙ্গানার কামারেড্ডি জেলার দেশাইপেট গ্রামে রাস্তার উপর দাঁড়িয়ে এক যুবক মুখ দিয়ে একটি কোবরাকে চেপে ধরে রেখে রিল বানানোর সময়ে ওই কোবরার কামড়ে মৃত্যু হল শিবা নামে এক যুবকের।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কোবরা মুখে ওই যুবকের দাঁড়িয়ে থাকার ভিডিয়ো। জানা যাচ্ছে, তাঁদের গ্রামে একটি ৬ ফুট লম্বা কোবরা ঢুকে পড়লে ওই কোবরাটিকে ধরেন শিবা ও তাঁর সঙ্গীরা। এরপরই শিবার মাথায় সেই কোবরা নিয়ে রিল বানানোর চিন্তা। ভিডিওতে দেখা যাচ্ছে যে ,কোববার মুখ নিজের মুখে পুরে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে ভিডিয়ো বানাতে দেখা যায় তাকে। এরপর মুখে কোবরাটিকে ধরে রাখা অবস্থায় হাত দিয়ে কখনও চুল ঠিক করছেন আবার কখনও হাত জোড় করে নমস্কার করছেন। আর এসবের মাঝে মুখে ধরা অবস্থায় কোবরাটি কখন তাঁকে কামড়ে দিয়েছেন, তা বুঝতে পারেননি।কয়েকঘণ্টা পর সে অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে,সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।