নিউজ ডেস্ক : কলকাতার আরজি কাণ্ডে প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। ছাত্রছাত্রীদের থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরাও এই প্রতিবাদে যোগদান করেছেন। আর এবার আর জি কর নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি জানান, “এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের অপরাধের শিকার যাঁরা, তাঁরা ভয়ে রয়েছেন। যেন তাঁরাই কোনও অপরাধ করেছেন। অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ। কারণ, সমাজের মানুষজনও তাঁকে সমর্থন করেন না।” যোগ করেন, "নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে শোরগোল পড়েছে। কলকাতার আরজি কর কাণ্ড এবং মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা। এই পরিস্থিতিতে মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।"
তাঁর মতে, “যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে-বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না।”