RG KAR : জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯ জন মারা যাওয়ায় ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

 


 নিউজ ডেস্ক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে ধরনায় বসে আছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার নবান্নে আন্দোলনকারীদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র। কিন্তু সরকার লাইভ স্ট্রিমিং করতে রাজি না থাকায় সেই বৈঠক আর হয়না।

 তারপরেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, "আমরা ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করেছি। ডাক্তার ভাইবোনেদের যাঁরা এসেছেন এখানে, আসতে বলা হয়েছিল, তাঁদের শুভবুদ্ধির উদয় হবে এবং তাঁরা আসবেন বৈঠকে।'' তিনি যোগ করেন,"আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি চাই, মানুষ বিচার পান, তিলোত্তমা বিচার পান, আর সাধারণ মানুষ চিকিৎসা পান"     

শুধু তাই নয় যিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯টি মূল্যবান প্রাণ আমরা হারিয়েছি'। যার ফলে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন