নিউজ ডেস্ক - অবশেষে বাতিল হতে চলেছে সন্দীপ ঘোষের রেজিট্রেশন ।ন্যাশানাল মেডিক্যাল কমিশন স্টেট মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দেওয়ার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। জানা যাচ্ছে, বৃহস্পতিবারই এই মর্ম অনুযায়ী জারি হতে চলেছে নির্দেশিকা। দুর্নীতির অভিযোগের সাথে সাথে খুন ও ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর তারপর থেকেই রেজিস্ট্রেশন বাতিলের প্রশ্ন ওঠে। তবে তাঁর রেজিট্রেশন বাতিল প্রসঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বক্তব্য ছিল যে, কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। কিন্তু কেউ যদি অবাঞ্ছনীয় কোনও কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠক ডাকতে হবে। আর সেই বৈঠক ডাকার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত সভাপতি নেবেন।
তবে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে দাবি করেন যে, গত ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে শোকজ করেছিল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল রেজিস্ট্রশন বাতিল না করার কারণ আর তার ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত তিনি শোকজের জবাব দেননি। এরপর কাউন্সিল নিজেদের পক্ষ রেখে বলেন "আমরা জানতে চাই, তারপরেও কেন সংবিধান মেনে রেজিস্ট্রেশন বাতিল করলেন না'? " আর এরপরই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে এই খবর সামনে এসেছে।