নিউজ ডেস্ক - শনিবার রাতে নিউ টাউনের ইকো পার্কের বাইকে করে এসে এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুই দুষ্কৃতী। ওই গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করানো হলে পরে সেখানেই মৃত্যু হয়। ঘটনার পর বিধাননগরের নিউ টাউন জ়োনের ডিসি মানব সিংলা ও গোয়েন্দা শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই যুবকের নাম নাসিমুদ্দিন খান। তাঁর ইটের ব্যবসা ছিল। জানা যাচ্ছে , নাসিমুদ্দিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতী উল্টো দিক থেকে বাইকে করে এসে নাসিমুদ্দিনের উপর গুলি চালায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। গুলির শব্দ শোনার পর স্থানীয়েরাই ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের অভিযোগ, গুলি চালানোর পরেই সেখান থেকে চম্পট দেয় দুই দুষ্কৃতী।
স্থানীয়েরা জানালেন, রাতের দিকে ওই এলাকায় লোকজন কম থাকায় দুষ্কৃতীরা সেই সুযোগই নিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্থানীয়দের বয়ান নেওয়া হচ্ছে। আর সাথে এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে । নাসিমুদ্দিনের উপর হামলা হল কেন, তা খতিয়ে দেখা হচ্ছে ।