নিউজ ডেস্ক : প্রায় দিনই খবর আসে কলকাতা মেট্রোর বিভিন্ন রকমের ঘটনার। কখনো কেউ আতহত্যা করতে বা কেউ ঝাঁপ দিতে যায় এই কলকাতা মেট্রোয়। ঠিক এমনই এক অদ্ভুত কান্ডের সাক্ষী থাকলো কলকাতা মেট্রো। এবারে সুইসাইড নয়, শখে সুড়ঙ্গের ভিতরে মেট্রো লাইন ধরে হেঁটে চলার ঘটনা সামনে এলো। তবে মেট্রো চালকের তত্পরতায় একটুর জন্য রক্ষা পেলেন এক তরুণী। ঘটনাটি পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের মাঝে ঘটে। এদিন প্রায় রাত ৯ টা ৫ মিনিটে এক মেট্রো কবি সুভাষ স্টেশনের দিকে যাচ্ছিল। তখনই ওই মেট্রো চালকের নজরে পড়ে, সেই তরুণী। দেখা মাত্রই খবর যায় মেট্রো কর্তৃপক্ষের কাছে। এরপরেই উভয় স্টেশনের মাঝের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পার্কস্ট্রিট স্টেশনের কাছ থেকে তরুণীকে উদ্ধার করা হয়।
তবে কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার জেরে প্রকেই আধঘন্টা ব্যাহত থাকে মেট্রো পরিষেবা। উদ্ধার করার পর ফের ৯টা ৩২মিনিটে পরিষেবা স্বাভাবিক করা হয়। জানা গেছে, ওই তরুণীকে আপাতত মহিলা আরপিএফের হেফাজতে রাখা হয়েছে। এক অর্থাৎ শুক্রবার তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।