নিউজ ডেস্ক - শুক্রবারে দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে ফলের রসের মধ্যে মূত্র মিশিয়ে বিক্রি করার অভিযোগে আটক করা হয়েছে এক বিক্রেতাকে। পুলিশ জানায় যে, সাধারণ মানুষদের অভিযোগের দ্বারাই ফলের রস বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন অভিযোগের মাধ্যমে জানান যে ফলের রসের মধ্যে মূত্র মিশিয়ে বিক্রি করা হচ্ছে। আর এরপরই পদক্ষেপ গ্রহণ করেন পুলিশ।
আবার, মূত্র মিশিয়ে ফলের রস বিক্রি করার কথা জনতার পর থেকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে , তারা দোকানে চড়াও হয় এবং অভিযুক্ত বিক্রেতাকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে এবং পরে গ্রেফতার করে।
অঙ্কুর বিহারের এসিপি ভাস্কর ভর্মা জানাচ্ছেন, খবর পাওয়ার পর পুলিশ ওই ফলের রসের দোকানে তল্লাশি চালিয়ে দোকানের ভিতর থেকে একটি প্লাস্টিকের ক্যান উদ্ধার করা হয়, যার মধ্যে মূত্র রাখা ছিল। এরপর দোকানের মালিককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও, তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।ওই বিক্রেতাকে গ্রেফতার করার সাথে সাথেই ১৫ বছরের এক কিশোরকেও আটক করা হয়েছে। ক্যানে পাওয়া প্রস্রাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।