Shocking: আত্মহত্যা করছিল স্বামী , তাঁকে বাঁচাতে গিয়ে খুন হলেন স্ত্রী

 


নিউজ ডেস্ক - মঙ্গলবার বহরমপুরের সংসারে অনটনের জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক প্রৌঢ়। কিন্তু তাঁকে বাঁচাতে গিয়েই মৃত্যু হল স্ত্রীর। রাগের বশে স্ত্রীকে খুন করে ফেলেন ওই প্রৌঢ়। এই ঘটনায় জখম হয়েছেন ওই প্রৌঢ়ও। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি। 

জানা যাচ্ছে ,  ফাতেমা বিবি নামে ওই মহিলার স্বামী শারাফত হোসেন মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টা দেখতে পেয়ে তাতে বাধা স্ত্রী বাধা দিতে গেলে তখন দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।আর এরপরই শারাফতের হাতে দাড়ি কাটার ক্ষুর ছিল। ধস্তাধস্তির সময় সেই ক্ষুরে শারাফতের হাত কেটে যায়। আর রাগের বশে স্ত্রীকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।ওই দু ’জনকেই ওঢর করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে ফাতেমাকে মৃত ঘোষণা করা হয়।এবং শারাফত হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন