নিউজ ডেস্ক - চেন্নাই রোডের ধার থেকে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল টুকরো টুকরো করা এক তরুণীর দেহ ।ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশসূত্রে খবর, যে যুবককে গ্রেফতার করা হয়েছে, তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূর থেকেই তরুণীর দেহ ভরা সুটকেসটি উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময়ে চেন্নাইয়ের কুমারন কুদিলে থোরাইপক্কমের কোনও বাসিন্দা থানায় ফোন করে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি সুটকেসে দেহাংশ পড়ে।ইতিমধ্যে এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ তদন্ত শুরু করেছে।
Tags
Crime