SHOCKING : চলন্ত ট্রেনের মধ্যে থেকে উদ্ধার হল একটি লম্বা সাপ

নিউজ ডেস্ক - মধ্য প্রদেশের জব্বলপুর থেকে মুম্বইগামী গরিবরথ এক্সপ্রেস থেকে উদ্ধার হল মস্ত বড় এক সাপ। সেই সাপ দেখেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের এসি  কামরার সাইড আপার বার্থের লোহার হ্যান্ডেলের মধ্যে জড়িয়ে ছিল একটি লম্বা সাপ। আর মাঝেমধ্যেই তা নাড়াচাড়া করে  মুখ বাড়িয়ে সিলিংয়ে পৌঁছনোর চেষ্টা করছে। এরপর ওই সিটে যিনি বসেছিলেন, তিনি প্রথমবার লক্ষ্য করতেই ছুট লাগান। ফলে সমস্যায় পড়েন আশেপাশের সিটে বসা যাত্রীরা। তারা সিট ছেড়ে যেতেও পারছেন না,আর সাপের ভয়ে বসে থাকাতেও পারছেন না। 

জানা যাচ্ছে ,এসির ভেন্টের মধ্যে লুকিয়ে ছিল সাপটি।  কাসারা রেলস্টেশন পার করার পর এক যাত্রী হঠাৎ লক্ষ্য করেন যে সাইড আপার বার্থে একটি সাপ ঝুলছে। সঙ্গে সঙ্গে তিনি সহযাত্রীদের সতর্ক করে দেন। পরে রেল আধিকারিকদের খবর দিলে, তারা এসে যাত্রীদের সাময়িকভাবে অন্য কামরায় স্থানান্তরিত করে  এই কামরাটি লক করে দেয়। অবশেষে, ট্রেন থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে সাপটিকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন