নিউজ ডেস্ক : অশোকনগর থেকে উদ্ধার হলো প্রায় ৩০০ কেজির চোরাই হাইটেনশন অ্যালুমিনিয়াম তার। জানা যাচ্ছে এদিন, এই প্রচুর পরিমাণ চোরাই তার নিয়ে নৈহাটি রোড ধরে একটি গাড়িতে দুজন যাচ্ছিলেন। তখনই গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্করের তাঁর বিশেষ দল নিয়ে হানা দেয় ওই এলাকায়। ওই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই দেখা যায় বিপুল পরিমাণ চোরাই তার গাড়িতে রাখা।
সঙ্গে সঙ্গে, পুলিশ গাড়ির চালককে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করে ও সে উত্তর দিতে না পারায় দুজনকেই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শরিফুলের নামক ব্যক্তিতির বাড়ি বাদুড়িয়া থানার দক্ষিণ শেরপুরে এবং আসাদুলের বাড়ি চাঁদপুর এলাকায়। তবে কী জন্য ই কেন বা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো তাঁরা তা এখনো জানা যায়নি। পুলিশের অনুমান উদ্ধার হওয়া ওই তারের মূল্য প্রায় ৩-৪ লক্ষ টাকা।