নিউজ ডেস্ক - ত্রিপুরার আগরতলায় ৬২ বছরের বৃদ্ধার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। জানা যাচ্ছে , সর্বপ্রথমে বৃদ্ধাকে মারধর করে দুই ছেলে। এরপর দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়।এখানেই শেষ নয়, তারপর গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন সেই বৃদ্ধা মা চিৎকার করতে শুরু করলেও দুই ছেলে কোনও প্রতিক্রিয়া দেয় না।
আর পুলিশ সূত্রের খবর, দগ্ধ হয়ে মায়ের মৃত্যু হলে অভিযুক্ত দুই ভাই বাড়িতে ফিরে একটু বিশ্রাম নেন তাঁরা।তবে ততক্ষণে পুলিশের কাছে খবর গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Tags
Crime