নিউজ ডেস্ক - বুধবার সকালে জলপাইগুড়ির ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ল এক যুবক। আর ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে তাঁকে নামাতে পুলিশের প্রায় দু’ঘণ্টা সময় লেগে গেল। তবে যেকোনো সময়ে বড়সড় দুর্ঘটনা যে ঘটে যেতে পারত। নিরাপদে নামানো সম্ভব হয়।
স্থানীয় সূত্রে খবর, ওইদিন সকালে বিদ্যুতের টাওয়ারে হঠাৎ উঠে পড়ে বিপ্লব রায় নামের ওই যুবক। আর সেই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। যুবককে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে নীচে নেমে আসার জন্য অনুরোধ করে কিন্তু সে কোনওমতেই সেই টাওয়ার থেকে নেমে আসার কোনও চেষ্টাই করেননি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেন ।
এরপর জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকে নীচে নামার কথা বলে। বেশ কিছুক্ষণ ধরে এই রকম চলার পর অবশেষ ওই যুবক নীচে নেমে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,ওই যুবক নিজের মর্জিতেই ওই বৈদ্যুতিক পোস্টে উঠে পড়ে। বিপজ্জনক অবস্থায় ওই যুবক উপরে উঠে ঝুলতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে অনুমান করেছিলেন যে, ওই যুবক কোনওভাবে মানসিক বিকারগ্রস্ত। আর যার জেরে ওই যুবক বিপদ জেনেও বৈদ্যুতিক পোস্টের উপর উঠে পড়েছেন।