নিউজ ডেস্ক - কাটোয়ার অগ্রদ্বীপে শুরু হল ভাঙনের আতঙ্ক। প্রথমে ভাগীরথী নদীতে জল কমার পর গত চার পাঁচ দিন ধরে ভাঙন শুরু হয়। এবার দ্বিতীয় দফায় ফের নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় আরও ভাঙন দেখা দিচ্ছে। অভিযোগ,বালির বস্তা নদীর ভাঙন রোধের জন্য ফেলে দেওয়া হলে তা সবই ধুয়ে গিয়েছে। ভাঙনের জেরে বহু পরিবারের চিন্তা বেড়েছে।পঞ্চায়েতের বক্তব্য যে, বহু বার প্রশাসনকে জানানো হলেও সেভাবে ভাঙন রোধ করার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রামে প্রতি বছরের বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে গেলে শুরু হয় ভাঙন।আর সেইমতো এবছরও নদীতে ভাঙন দেখা যাচ্ছে। প্রত্যেক বর্ষায় দিন বা রাত সর্বদাই নদীর পাড়ের বড় বড় মাটির চাই ভেঙে পড়ে।ফলে জল কমে যাওয়ার পর ফের নদীতে জল বেড়ে যাওয়ায় বড়সড় ভাঙনের আতঙ্ক সৃষ্টি করছে বাসিন্দাদের মনে। ভাঙন কবলিত এক দুর্গতর অভিযোগ, “আমাদের সামর্থ্য নেই যে, অন্য কোথাও চলে যাব। প্রশাসনকে জানানো হলেও ভাঙন রোধে উদ্যোগী হয় না। কোনও সাহায্য মেলে না।”
Tags
WEST BENGAL