নিউজ ডেস্ক - আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। মহিলা ডাক্তারের নৃশংস পরিণতির প্রতিক্রিয়া হিসাবে তাঁর বিরুদ্ধেও বিক্ষোভ বাড়ছিল। এরই মাঝে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এক বিক্ষোভকারী এবার সপাটে চড় মারলেন।
আজ , মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে। আর সেইসময় মহিলা ও পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন সকলে। সেইসময় আদালত চত্বরে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম থাকায় সন্দীপ ঘোষকে আদালতে ঢোকাতে অসুবিধা হয়েছিল নিরাপত্তারক্ষীদের।তবে , পরিস্থিতি দেখে আরও ফোর্স নিয়ে আসা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে আদালত থেকে বের করা হয় সন্দীপকে। আর তখন বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে থাকা এক বিক্ষোভকারী চড় মারেন সন্দীপকে।
Tags
WEST BENGAL