STORM : ভারী বৃষ্টির ফলে হওয়ায় বন্যার জেরে মৃত্যু ৪৫ জনে আর তারই মধ্যে ধেয়ে আসছে ' আসনা '


নিউজ ডেস্ক আরব সাগরের তীরের দিকে দ্রুত গতিতে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’। ফলে রবিবার থেকে ব্যাপক বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবার রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি ও বন্যার কারণে গুজরাটের একাধিক জেলায় প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।রবিবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জন্য যাচ্ছে, বর্তমানে গুজরাটের নালিয়া উপকূল থেকে ৬৪০ কিলোমিটার দূরে  উত্তর-পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরের উপর রয়েছে ‘আসনা’। ঘূর্ণিঝড়টি সেটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক ধরে এগিয়ে আসছে। সমুদ্রে ঝড়টির গতিবেগ গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার ছিল। আজ ,  ১ সেপ্টেম্বরে এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। কিন্তু  গুজরাট-সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

আইএমডি জানাচ্ছে, এইদিন গুজরাট , তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, উপকূলবর্তীয় অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্ণাটক, দক্ষিণ কর্ণাটক এবং রায়লসীমায় ভারী বৃষ্টিপাত হবে। গুজরাটের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি ও বন্যার জেরে গুজরাটের একাধিক জেলায় প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।আবার আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে ভারী বৃষ্টি হবে গুজরাটের একাধিক জেলায়। আবার বন্যার জেরে  গুজরাটের জামনগরে এখনও পর্যন্ত  ৭ জনের , আহমেদাবাদ ও আনন্দ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। বন্যা বিধ্বস্ত গুজরাট রাজ্যে জোরকদমে উদ্ধারকাজ চলছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন