নিউজ ডেস্ক - উত্তর ২৪ পরগনার আগরপাড়া স্টেশনে মদ খেয়ে ভুল ট্রেন অ্যানাউন্সমেন্ট করার অভিযোগ উঠল স্টেশন মাস্টারের বিরুদ্ধে।ভুল ট্রেন অ্যানাউন্সমেন্টের জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফলে অভিযোগ তুলে স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা। এবং স্টেশন মাস্টারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। এমনকি স্টেশন মাস্টারের দ্বারা আক্রান্ত হন সংবাদমাধ্যমও। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় আগরপাড়া স্টেশনে।
যাত্রীরা জানান, স্টেশনে স্টেশন মাস্টারের ঘর থেকে ভুল অ্যানাউন্সমেন্ট হতে থাকায় পরপর ট্রেন ভুল বলতে থাকায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এরপর যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে জানতে গেলে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তোলা হয় স্টেশন মাস্টার এবং তাঁর অফিসে থাকা কর্মীদের বিরুদ্ধে। আর ট্রেন যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন।এরপর ট্রেন যাত্রীরা আগরপাড়া স্টেশনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যাত্রীরা স্টেশন মাস্টারের বিরুদ্ধে মদ্যপান করে ডিউটি করার অভিযোগ করছেন। এই ব্যাপারে স্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরসাথে সাংবাদিকদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে স্টেশন মাস্টার ও তাঁদের আধিকারিকদের বিরুদ্ধে। তবে স্টেশন মাস্টার ঘটনার কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।