STRIKE: পুজোর আগে বাস ধর্মঘটের ডাক বাস মালিকদের

 


নিউজ ডেস্ক - পুজোর আগে আজ থেকে টোটোর দৌরাত্মের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন বাস মালিকরা। আবার, বাস ধর্মঘটের আগের দিন অর্থাৎ সোমবার বালুরঘাটে জাতীয় সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা।

সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেছিলেন আরটিও অনুপম চক্রবর্তী ও ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা। তাদের বালুরঘাট ট্রাফিক অফিসের আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন।  সাংবাদিক বৈঠকে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ করা হবে।

সোমবার বালুরঘাটের জাতীয় সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিবহন ও পুলিশের আধিকারিকরা। আর আজ এই বিষয় নিয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করবে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে  প্রশাসনের পক্ষ থেকে বাস মালিকদের কাছে আবেদন জানানো হয়েছে পুজোর আগে তারা যেন বাস ধর্মঘট জারি না করেন। কিন্তু, বাস মালিকদের দাবি বহুবার এমন আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আর আশ্বাসের দাবি ছেড়ে বাস্তবতা না পেলে পরে তাদের ধর্মঘট চলবে।

বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক মানস চৌধুরী বলেন, “যেভাবে খুশি যাচ্ছে। টোটো ন্যাশানাল হাইওয়ে, স্টেটহাইওয়েতে চলার কথা নয়। ডিএম এর কাছে আটবার গিয়েছি। আশ্বাস ছাড়া কিছু পাইনি। সেই কারণেই এই সিদ্ধান্ত।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন