নিউজ ডেস্ক - মঙ্গলবার বিকেলে দিল্লির আওরঙ্গজেব লেনের বাড়িতে ৬৫ বছর বয়সে আত্মহত্যা করলেন 'অ্যাটলাস' সংস্থার প্রাক্তন সভাপতি সলিল কাপুর। দিল্লি পুলিশ জানায়, তাঁর তিনতলা বাড়ির নীচতলায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে, প্রাথমিকভাবে পুলিশ অনুমান।
এক পদস্থ পুলিশ কর্তা বলেছেন, “তাদের বাড়ির ভিতরে পূজার ঘরের কাছে রক্তাক্ত অবস্থায় সলিল কাপুরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁকে সঙ্গে সঙ্গে দিল্লি এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।” এরপরই স্থানীয় থানায় খবর দেওয়া হলে দিল্লি পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে সলিল কাপুরের বাড়ি যায়।
সেখান থেকে তারা কিছু আঙুলের ছাপ এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সলিল কাপুর তাঁর মৃত্যুর জন্য চার থেকে পাঁচজন ব্যক্তিকে দায়ী করেছেন। তাঁর দাবি ওই ব্যক্তিরা তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। টেলিফোন করে হুমকি দিতেন। তবে, সলিল কাপুরের আত্মহত্যা নিয়ে প্রশ্ন রয়েছে। উদ্ধার হওয়া সুসাইড নোটটি আদৌ সলিলের নিজের লেখা কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। তারা জানাছেন, এই ঘটনা যাচাই ও তদন্ত করছে তারা।
উল্লেখ্য বিষয় , ২০১৫ সালে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সলিল কাপুরকে গ্রেফতার করেছিল। ডিফেন্স কলোনি থানায় অ্যাটলাস সাইকেলের সভাপতির বিরুদ্ধে ৯ কোটি টাকার দুটি পৃথক প্রতারণার মামলা দায় করা হয়েছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু , তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি প্রমাণ হয়নি।