নিউজ ডেস্ক - সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার শুনানি। আজ দেশের শীর্ষ আদালতে সিবিআই রিপোর্ট দেবে। চিকিৎসককে ধর্ষণ-খুনে বিচার চেয়ে আজ সপ্তম দিনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। অপরদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও প্রধান বিচারপতির বেঞ্চে আজ তলা হবে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে নতুন দৃশ্য হতে পারে। এতদিন ধরে জুনিয়র ডাক্তারদের হয়ে প্রশ্ন করতে দেখা গেছে সিনিয়র অ্য়াডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে প্রশ্ন করবেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।
সম্প্রতি গণেশ পুজো উপলক্ষ্য়ে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদি। যা নিয়ে সমালোচনা করে আইনজীবী ইন্দিরা জয়সিং সোশাল মিডিয়ায় পোস্ট করেন, "খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচারব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপস করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত।''