নিউজ ডেস্ক - ডিভিসির জল ছাড়ার পর থেকে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ইত্যাদি বিভিন্ন জেলাগুলো ভাসছে। আর এইসব জেলার মানুষরা ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। হুগলি জেলার তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের অধিন নছিপুরের পাত্রপাড়া,দেবীপুর,নছিপুর, উত্তর পাড়া এলাকায় প্রায় দুশো থেকে আড়াইশোটির বেশি পরিবার বুধবার থেকে জলবন্দি অবস্থায় বসবাস করছেন। আর প্রশাসনের তরফ থেকে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ নছিপুর গ্রামের বাসিন্দাদের।
জানা যাচ্ছে , গতকাল গলা পর্যন্ত জল ছিল এই এলাকায়। আজ একটু পরিস্থিতির উন্নতি হয়ে কোমর পর্যন্ত জল আছে। এলাকার পুরুষরা বন্যার জল পেরিয়ে অন্য গ্রাম থেকে পানীয় জল বা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করছেন। আর এরপরও প্রশাসনের তরফ থেকে কোনও সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ বন্যা কবলিত এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের খাবার নেই। জল নেই। দেখুন না কী অবস্থা। মানুষ যে যাতায়াত করবে, বোট ব্যবহার করবে তাও নেই। প্রশাসনের দেখা নেই। আমাদের একটু ত্রাণের ব্যবস্থা তো করতে পারে? কাউকে দেখতে পাচ্ছি না।”