নিউজ ডেস্ক - কাটোয়া ২ নম্বর ব্লকের আউরিয়া চারুচন্দ্র উচ্চ বিদ্যালয়ে গতকাল শিক্ষকদের সঙ্গে ঝামেলা বাঁধে আর তা থেকে, রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। পড়ুয়াদের সামনে এক শিক্ষক ও এক শিক্ষিকার মধ্যে হাতাহাতির ঘটনায় অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক। তিনি আপাতত কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। এক শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধর ও ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। তার ঘাড়ে ও পায়ে চোট রয়েছে।ওই দুই শিক্ষক ও শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর ,তারা পাল্টা অভিযোগ দায় করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ওই দিন স্কুল ছুটির আগে প্রধান শিক্ষক তাপস ঘোষের সঙ্গে এক শিক্ষক ও এক শিক্ষিকার ছুটির অনুমোদন নিয়ে ঝামেলা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায় চলে যায় শুরু। স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। দেখা যাচ্ছে ঝামেলা চলাকালীন এক শিক্ষক প্রধান শিক্ষকের মোবাইল কেড়ে নিচ্ছেন, এবং শিক্ষকদের চিৎকারে ছাত্রদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে স্কুলে ছুটে যান অভিভাবকরা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
অসুস্থ হয়ে কাটোয়া হাসপাতালে ভর্তি প্রধান শিক্ষক বলেন, "ছুটির (সিএল) অনুমোদন নিয়ে বচসা শুরু হয়। এরপরেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন সহ শিক্ষকরা। আচমকা আমার ফোন কেড়ে নেন এক শিক্ষক। বাধা দিতে গেলে গায়ে হাত তোলেন। প্রধান শিক্ষকের দাবি, কর্মীদের ও পড়ুয়াদের সামনে ওই দুই শিক্ষক-শিক্ষিকা কিল-চড় মারেন। প্রাণে মারার হুমকি দেন। শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেব বলেও হুমকি দেন। আমি কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি।"