নিউজ ডেস্ক - মালদহের চাঁচলের খেজুরিয়া মোড়ে জাতীয় সড়কে সেই গর্তে যাত্রীবাহি টোটো উল্টে এক গর্ভবতী মহিলা সহ পাঁচজন আহত।যার জেরে জাতীয় সড়কে শুরু হয়েছে বিক্ষোভ ও অবরোধ।ফলে আটকে রয়েছে বহু ছোট ও বড় গণপরিবহণ সহ পণ্যবাহী গাড়ি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। আর সেই জলের ভিতরে তৈরি হয়েছিল বড় গর্ত। সেই গর্ত বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। আর এর গত কয়েকদিন আগেও একটি টোটো উল্টে দুজন মহিলা যাত্রী জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।আর ফের টোটো উল্টে দুর্ঘটনার জেরে ক্ষোভ বেড়েছে। রাস্তা সংস্কারের পাশাপাশি সেই গর্ত ভরাটের দাবি উঠেছে।
স্থানীয় এক এলাকাবাসী বলেন, “এই যে বর্ষা গেল কয়েকদিন আগে। সেই সময় টোটোতে চড়ে কয়েকজন মহিলা যাচ্ছিলেন। পাল্টি খেয়ে পড়ে যান। মাথা ফাটে। হাত ভাঙে। এখন তাঁরা চাঁচল হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা চাইছি দ্রুত মেরামত করা হোক।”