নিউজ ডেস্ক - শনিবার ভোরে লাইনচ্যুত হল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুটা এগোনোর মধ্যেই ঘটনাটি ঘটে। তবে,ট্রেনের গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জানা যাচ্ছে , এই দিন ভোর ৫টা ৫০ মিনিট সময়ে হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যাওয়া ওই ট্রেন এইদিন সকালে জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার দূরে ট্রেনের দুটি কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায়। রেলের অধিকারীদের প্রাথমিক ভাবে অনুমান রেকগুলি পুরনো হওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে।তবে শনিবার সকালের ঘটনা ঘটনার কারণ কি তা নিয়ে তদন্ত না করে সঠিক কারণ জানাচ্ছে না রেল।
Tags
India