নিউজ ডেস্ক - রবিবার সকাল ৮.৩০ নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায় চলন্ত মালগাড়ি থেকে আচমকাই আলাদা হয়ে যায় ওই মালগাড়ির বগি। আর চালকের তৎপরতায় এড়ানো সম্ভব হয় বড় দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মালগাড়িটি ধূলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিনের দিকে অংশের কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পিছনে পড়ে থেকে যায় আরও বেশ কয়েকটা বগি। আর রেললাইনের ওপরেই বগিগুলি দাঁড়িয়ে থাকায় কোনও রকমে বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
খবর পেয়ে রেল দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের দুটো বিচ্ছিন্ন অংশ জোড়া লাগিয়ে মালগাড়িটিকে ফরাক্কায় আনার ব্যবস্থা করা হয়। তবে কীভাবে মালগাড়ির বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এর পিছনে যান্ত্রিক কোনও ক্রটি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Tags
WEST BENGAL