নিউজ ডেস্ক - উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর বাতিল ও পথও পরিবর্তন করা হল একাধিক এক্সপ্রেস ট্রেনের।আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি নন-ইন্টারলকিংয়ের কাজ আর নন-ইন্টারলকিংয়ের কাজ হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
তাই ওই দুই তারিখে শিলিগুড়ি জং-মালদহ কোর্ট (07520) ডেমু এবং 07519 মালদহ কোর্ট-শিলিগুড়ি জং ডেমু বাতিল করা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর বাতিল থাকবে 07508 শিলিগুড়ি জং-রাধিকাপুর ডেমু ট্রেন ও 07507 রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু।
এর সাথে যেই ট্রেনগুলি আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জং-নিউ জলপাইগুড়ি হয়ে যাবে গন্তব্যে যাবে সেইগুলি হল -
২৪ ও ২৬ সেপ্টেম্বর 12377 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।
২৮ সেপ্টেম্বর 13141 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস।
২৮ সেপ্টেম্বর 13147 শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।
২৮ সেপ্টেম্বরের 15643 পুরী-কামাখ্যা এক্সপ্রেস।
২৯ সেপ্টেম্বর 13173 শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
আর নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং-আলুয়াবাড়ি রোড দিয়ে যেই ট্রেন গুলি যাবে-
২৫ ও ২৭ সেপ্টেম্বর 12364 হলদিবাড়ি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস।
২৮ সেপ্টেম্বরের 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস।
২৯ সেপ্টেম্বরের 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল
২৯ সেপ্টেম্বরের 12144 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল।
২৯ সেপ্টেম্বরের 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।