VANDE BHARAT : আগামী রবিবার উদ্বোধন হতে চলেছে আরও ৩ টি রুটের বন্দে ভারত , এর মধ্যে বাংলা পাচ্ছে ১ টি

নিউজ ডেস্ক - বন্দে ভারত নিয়ে সুখবর। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোট তিনটি রুটে বন্দে ভারত চলবে বলে পিটিআই সূত্রে খবরে জানা যাচ্ছে।আর সেই তিনটি রুটের মধ্যে এর মধ্যে পশ্চিমবঙ্গ একটি পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলি উদ্বোধন করবেন।আগামী রবিবার বেরহামপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলি উদ্বোধন করা হবে।যা চলবে ওড়িশার ওপর দিয়ে।আর সেখানেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।আর তিনটি ট্রেনই রুট তিনটি হল টাটা-বেরহামপুর, রাউরকেল্লা-হাওড়া ও দুর্গ-বিশাখাপত্তনম।

তবে , ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার পরমেশ্বর ফুংকুয়াল জানাচ্ছেন, আপাতত ওড়িশার ওপর দিয়ে তিনটি বন্দে ভারত চালু হলেও, পরবর্তী সময় আরও তিনটি বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই চলতি বছরেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, ভারতীয় রেল ২০২৯ সালের মধ্যে দেশ জুড়ে ২৫০টি বন্দে ভারত চালানোর লক্ষ্যমাত্রা স্থির করা করেছে।

আর সূত্রের খবরে জানা যাচ্ছে, আরও একাধিক নতুন বন্দে ভারত চালু হতে চলেছে।যার তালিকায় রয়েছে হাওড়া-গয়াও, টাটা-পাটনা বন্দে ভার‍ত এক্সপ্রেস, আর হাওড়া থেকে ধানবাদ যাওয়ার জন্য সকাল ৬টা ৫ মিনিটে শতাব্দী এবং ৬টা ১৫ মিনিটে ব্ল্যাক ডায়মণ্ড এক্সপ্রেস আছে।আর বন্দে ভার‍ত উদ্বোধন হওয়ার পর আরও একটি ট্রেন যুক্ত হবে এই রুটে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন