নিউজ ডেস্ক - আগামী রবিবার তিনটি বন্দে ভারত উদ্বোধনের কথা ছিল যার মধ্যে বাংলা পেতে চলেছিল একটা । তবে সেই সিদ্ধান্ত পাল্টে রাজ্যের কাছে পুজোর উপহার । যা হল রাজ্যে এবার আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। আগামী রবিবারই মোট ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে তিনটি থাকছে বাংলার জন্য ।
পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। তারপর চলতে শুরু করল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস , নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস , হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস , হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস , নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।তবে বাংলায় যে সব রুটে এই ট্রেনগুলি চলবে সেগুলি হল, ভাগলপুর-হাওড়া, গয়া-হাওড়া ও রাউরকেল্লা-হাওড়া। আর এরই সাথে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে।
Tags:
WEST BENGAL