VANDE BHARAT : পশ্চিমবঙ্গ পেতে চলেছে আরও ৩ টি বন্দে ভারত এক্সপ্রেস , উদ্বোধন হবে মোট ৬ টি বন্দে ভারত

নিউজ ডেস্ক - আগামী রবিবার তিনটি বন্দে ভারত উদ্বোধনের কথা ছিল যার মধ্যে বাংলা পেতে চলেছিল একটা । তবে সেই সিদ্ধান্ত পাল্টে রাজ্যের কাছে পুজোর উপহার । যা হল রাজ্যে এবার আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। আগামী রবিবারই মোট ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে তিনটি থাকছে বাংলার জন্য ।

পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। তারপর চলতে শুরু করল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস , নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস , হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস , হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস , নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।তবে বাংলায় যে সব রুটে এই ট্রেনগুলি চলবে সেগুলি হল, ভাগলপুর-হাওড়া, গয়া-হাওড়া ও রাউরকেল্লা-হাওড়া। আর এরই সাথে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন