VANDE BHARAT: ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ৬ টি বন্ধ ভারত , যার মধ্যে ৩ টি পেল বাংলা

 


নিউজ ডেস্ক - আজ রবিবার ভার্চুয়াল মাধ্যমে মোট ছ’টি বন্দে ভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ৬টি বন্ধ ভারতের মধ্যে তিনটিই চলাচল করবে হাওড়া থেকে। হাওড়া থেকে একটি ওড়িশার রউরকেল্লা, একটি বিহারের ভাগলপুর এবং আর একটি  বিহারের গয়া পর্যন্ত যাবে। রবিবারের এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

পিটিআই সূত্রে খবর, রবিবার প্রধানমন্ত্রীর টাটানগর থেকে এই ট্রেনগুলি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় আকাশপথে সেখানে পৌঁছতে পারেননি তিনি।তাই অবশেষে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন ছ’টি বন্দে ভারত ট্রেনের। তবে , নতুন এই বন্দে ভারত ট্রেনগুলি কমলা-সাদা রঙের। তিনটি হাওড়া থেকে চলাচল করবে। এবং বাকি তিনটি টাটানগর-পটনা, ব্রহ্মপুর-টাটানগর এবং দেওঘর-বারাণসী রুটে যাতায়াত করবে। ঝাড়খণ্ডের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘‘ছ’টি নতুন বন্দে ভারত, ৬৫০ কোটি টাকার প্রকল্প, যাতায়াতের সুবিধা বৃদ্ধি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাজার হাজার জনকে পাকা বাড়ি, এই সব প্রকল্পের জন্য ঝাড়খণ্ডের মানুষকে অভিনন্দন জানাই।’’ আর এরই সাথে রবিবার ঝাড়খণ্ডে রোডশো করার কথা ছিল মোদীর। যা ভারী বৃষ্টির কারণে তা বাতিল হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন