নিউজ ডেস্ক - গত শুক্রবার রাত থেকে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। ফলে রীতিমতো বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে এর প্রভাব সাধারণভাবে ফসল-সবজি চাষের উপর পড়তে পারে। নিম্নচাপের জেরে লাগাতার তিন দিন ধরে বৃষ্টির কারণে সবজি চাষের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।আর স্বাভাবিকভাবেই পুজোর মুখে ফের সবজির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
নিম্নচাপের জেরে ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন বিভিন্ন সবজির ক্ষতির আশঙ্কা তৈরী হচ্ছে। ঝোড়ো হাওয়ার কারণে অধিকাংশ জমিতে ভেঙে গেছে পটল, ঝিঙে সহ মাচা সবজির মাচা। আর তাতেই ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন জেলার চাষিরা।
সবজি চাষি বলাই দে বলেন, “আমাদের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। তিনদিন ধরে বৃষ্টিতে মাঠে সব সবজি ভাসছে। পুরো মাঠ ভরে গিয়েছে বৃষ্টির জলে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন সবেতে পচন ধরেছে। এছাড়াও ছিল মুলো, শাক সব নষ্ট হয়ে গিয়েছে। ফলে আমাদের আশঙ্কা দাম বাড়তে পারে।”