নিউজ ডেস্ক - দামোদর নদের বন্যায় ডুবেছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। আর বন্যার সব থেকে বড় ক্ষতি হয়েছে দামোদর নদ সংলগ্ন কৃষি জমি। আর বিশেষ করে বর্ধমানের জামালপুর, হুগলির ধনিয়াখালি, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, হাওড়ার উদয়নারায়নপুর এলাকা গুলিতে হাজার হাজার বিঘা জমির ফসল ডুবে নষ্ট হয়েছে। হুগলি জেলা কৃষি দফতর সূত্রে খবর হুগলিতে প্রায় আট হাজার হেক্টর ধান জমি ও দু থেকে আড়াই হাজার হেক্টর সবজির ক্ষেত জলে ডুবে গেছে।
যদিও বন্যার জল নেমে গেলেও নষ্ট হয়ে গেছে সমস্ত সবজি। ধনিয়াখালি, তারকেশ্বর, জাঙ্গিপাড়া মতো দামোদর নদ সংলগ্ন কৃষি জমিতে এই সময় মূলত বরবটি, ফুলকপি, বেগুন, পটল, শসার দেদার চাষ হয়। কিন্তু, হঠাৎ হওয়ায় এই বন্যায় সব নষ্ট হয়ে যায়।যার ফলে আগামী দু থেকে তিন মাস পাইকারি সবজি বাজারে সবজি সরবরাহ হবে না বলেই জানালো এই এলাকার কৃষকরা । আর পাইকারি বাজারে সবজির জোগান ঠিকঠাক না হলে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে তা স্বীকার করছেন কৃষকেরা।
আবার অপরদিকে মুখ্যমন্ত্রী দাবি যে, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কিন্তু চাষিদের দাবি সবজি চাষের ক্ষেত্রে তো কোনও শস্য বীমা হয় না, তাহলে তারা কিভাবে ক্ষতিপূরণ পাবেন? কৃষকরা আপাতত সরকারের সহযোগিতা চাইছে।